ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে মহাপরিচালক নিয়োগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৯, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে মহাপরিচালক নিয়োগ

ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত ফেরদৌস উদ্দিন আহমদ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ফেরদৌস উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের (স্মারক নং ০৫.০০.০০০০.১৪৬.২৩.০০৭.১৯-৭৭) প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

সোমবার তিনি কাজে যোগদান করেছেন। কাজে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ আগামী এক বছরের জন্য কার্যকর হবে বলেও জানায় আইএসপিআর।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।