ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে ফার্মেসিতে র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
মোহাম্মদপুরে ফার্মেসিতে র‌্যাবের অভিযান ফার্মেসিতে র‌্যাবের অভিযান, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালাচ্ছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সারওয়ার আলম বলেন, র‍্যাব-২ ও বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতরের সদস্যদের সহযোগিতায় মোহাম্মদপুরের রয়েল মেডিকেল হল ও নরসিংদী ফার্মা নামে দু’টি ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

এছাড়া সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া ওষুধ ও নকল ক্যান্সারের ওষুধ রাখার অপরাধে ফার্মেসি দু’টি সিলগালা করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফার্মেসি দু’টির গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া ওষুধ ও নকল ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। ফার্মেসি দু’টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিন বলেন, বিভিন্ন সরকারি হাসপাতালের বিনামূল্যের ওষুধ এসব ফার্মেসিতে পাওয়া যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাচ্ছি এবং এর সত্যতাও পেয়েছি। অভিযান চালমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।