ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ৩শ’ কেজি পলিথিন জব্দ, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৯, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
মাদারীপুরে ৩শ’ কেজি পলিথিন জব্দ, আটক ১

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বরিশালগামী একটি পরিবহনে অভিযান চালিয়ে ৩শ’ কেজি পলিথিনসহ মানিক হাওলাদার (৩৪) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে পলিথিনসহ আটক করা হয়।  

র‌্যাব অফিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মস্তফাপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে বরিশালগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৩শ’ কেজি পলিথিন জব্দ করে র‌্যাব।

এ সময় পরিবহনের সুপারভাইজার মো. মানিক হাওলাদারকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসোনা খাতুন আটক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দেন।

মাদারীপুর র‌্যাব-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, পরিবহনে করে পলিথিন বহন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব ৩শ’ কেজি পলিথিনসহ গাড়িটির সুপারভাইজারকে আটক করে। আটক ব্যক্তি বরিশালের উজিরপুর উপজেলার কালিহোতা গ্রামের মো. হায়দার আলীর ছেলে। তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।