ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে গাছ থেকে পড়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৪, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
হবিগঞ্জে গাছ থেকে পড়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় গাছ থেকে পড়ে হাদিস মিয়া (৫৫) নামে ইটভাটায় কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাদিস ওই এলাকার নির্মাণ ব্রিকস নামের ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ফিরোজ মিয়ার ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রান্নার জন্য কাঠ সংগ্রহ করার উদ্দেশে কর্মস্থলের পাশের একটি আমগাছে উঠেন হাদিস। এসময় অসাবধানতায় গাছ থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।