ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

জাতীয়

সোনাইমুড়িতে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
সোনাইমুড়িতে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের বাউরকোর্ট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে নোমান হোসেন (৪৫) ও বাবুল মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাপ্পী (১২)।

নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। নিহত বাপ্পী জয়াগ আইডিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন নোমান। এসময় বাপ্পীও সেখানে ছিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।