ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধা আগা হিলালীর ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১১, ফেব্রুয়ারি ১২, ২০১৯
মুক্তিযোদ্ধা আগা হিলালীর ইন্তেকাল

কিশোরগঞ্জ: মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার ও কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আগা হিলালী (৭২) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে রেখে গেছেন।

তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. মাসুদ হিলালীর বড় ভাই।

এর আগে, রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়ার বাসায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। ওই দিনই তাকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মরহুমের নামাজে জানাজা মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাদ জোহর ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ শোলাকিয়ার বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।