ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

কাশিয়ানীতে চাচিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, ফেব্রুয়ারি ১১, ২০১৯
কাশিয়ানীতে চাচিকে কুপিয়ে হত্যা মরদেহের পাশে স্বজনেরা। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাতিজা (ভাসুরের ছেলে) সজিব শেখের ছুরিকাঘাতে চাচি উম্মে হানিফা বেগম (৩৬) নিহত হয়েছেন।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রামদিয়ার গুঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সজিব শেখ পলাতক রয়েছেন।

নিহত উম্মে হানিফা বেগম ওই গ্রামের রবিউল শেখের স্ত্রী।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে  জানান, নিহত হানিফার বড় ভাসুর নান্নু শেখের ছেলে সজিব বাড়িতে কুকুর পোষেন। এ নিয়ে সজিব ও হানিফার মধ্যে বিরোধ ছিল। রোববার ওই কুকুর হানিফার রান্না করা খাবার খেয়ে ফেলে। এ নিয়ে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাচির সঙ্গে সজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজিব হাতে থাকা ছুরি চাচির পেটে ঢুকিয়ে দেয়। এতে তিনি গুরুতর জখম হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।