ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ফেব্রুয়ারি ১১, ২০১৯
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি: দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য ও এইচ এম প্রফুল্ল প্রমুখ।

বক্তারা ৭ বছরেও হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে না পারায় ক্ষোভ জানিয়ে অবিলম্বে সাগর-রুনি হত্যার নেপথ্যের নায়ককের বের করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।