ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় লরির ধাক্কায় নিহত ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৪, ফেব্রুয়ারি ১১, ২০১৯
আশুলিয়ায় লরির ধাক্কায় নিহত ১

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার শিমুলতলা এলাকায় লরির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ভ্যানচালকসহ আরো তিন যাত্রী।

রোববার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।  

প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে বাইপাইল থেকে তিনজন যাত্রী নিয়ে একটি ভ্যান আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল।

পথে ভাই ভাই ট্রান্সপোর্টের একটি লরি ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় আহত হন ভ্যানচালকসহ বাকি তিন যাত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।  

এ ঘটনায় ঘাতক লরিটি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।