ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

নানিয়ারচরে ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, ফেব্রুয়ারি ৯, ২০১৯
নানিয়ারচরে ইউপিডিএফ’র চাঁদাবাজ আটক

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদাবাজির সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বিমান খীসাকে (৩৯) আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামহরি পাড়া থেকে তাকে আটক করা হয়।

আটকের সময় বিমান খীসার কাছ থেকে নগদ ১২ হাজার ৩৪৫ টাকা, একটি ইউপিডিএফ মূলদলের চাঁদা আদায়ের হিসেব খাতা, তিনটি চাঁদার রশিদ, একটি জাতীয় পরিচয়পত্র এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইরফানুল ইসলাম বাংলানিউজকে জানান, চাঁদাবাজির অভিযোগ এনে বিমান খীসার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।