ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

সুবর্ণচরে জিপ খালে পড়ে ৩ সেনাসদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৮, ফেব্রুয়ারি ৮, ২০১৯
সুবর্ণচরে জিপ খালে পড়ে ৩ সেনাসদস্য নিহত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খালে পড়ে তিন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের তোতার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



স্থানীয়রা নিহত তিনজনের নাম মাসুম, ফিরোজ ও ফয়েজ বলে জানিয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দলকে বহনকারী জিপটি সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে তোতার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খালে পড়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সেনা সদস্য ফয়েজ ও মাসুম প্রাণ হারান। চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও ১০ সেনা সদস্যকে নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।