ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

জাতীয়

চলতি বছর চালু হচ্ছে না ঈশ্বরদী বিমানবন্দর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৬, ফেব্রুয়ারি ৭, ২০১৯
চলতি বছর চালু হচ্ছে না ঈশ্বরদী বিমানবন্দর ঈশ্বরদী বিমানবন্দর/ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন থেকে: চলতি অর্থবছরে ঈশ্বরদী বিমানবন্দরে ফের প্লেন চলাচল শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শামসুর রহমান শরিফের এক লিখিত প্রশ্নের উত্তরে মাহাবুব আলী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত যাত্রী না থাকায় ঈশ্বরদী বিমানবন্দরে ২০১৫ সালের ৩০ মে থেকে প্লেন চলাচল বন্ধ রয়েছে।

এই বিমানবন্দরের অধিগ্রহণ করা মোট ৪৩ হাজার ৬শ ৬৫ একর জমির মধ্যে ২৯ হাজার ৭৪ একর জমি মিলিটারি ফার্ম ব্যবহার করছে। ব্যবহৃত জমি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুকূলে হস্তান্তরের পর বিমানবন্দরটি সংস্কার/উন্নয়নের পরিকল্পনা সরকারের রয়েছে।  
তবে জমিপ্রাপ্তিসহ অন্য উন্নয়ন/সংস্কারমূলক কাজ সম্পাদন করে বিমানবন্দরটি চলতি অর্থবছরে ফের চালু করা সম্ভব নয়।  

এরপর শামসুর রহমান শরিফের সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ঈশ্বরদী একটি গুরুত্বপূর্ণ জায়গা। অবশ্যই আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বিমানবন্দরটি চালু করা। এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯ 
এসকে/এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।