ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

বলেশ্বর থেকে হরিণের চামড়া ও এক মণ মাংস জব্দ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ফেব্রুয়ারি ৭, ২০১৯
বলেশ্বর থেকে হরিণের চামড়া ও এক মণ মাংস জব্দ জব্দ করা মাংস, চামড়া ও মাথা। ছবি-বাংলানিউজ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের পক্ষীদিয়া এলাকা থেকে দু’টি চামড়া, একটি মাথাসহ হরিণের এক মণ মাংস জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (৭ ফেরুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমাযুন কবিরের নির্দেশে জব্দ করা মাংস, চামড়া ও মাথা কেরোসিন দিয়ে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।  

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান, রাতে কোস্টগার্ডের অভিযানে খালের পাশে পরিত্যক্ত অবস্থায় হরিণের মাংসভর্তি একটি বস্তা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ