ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

টেলিভিশন পুরস্কার নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ে বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২২, ফেব্রুয়ারি ৭, ২০১৯
টেলিভিশন পুরস্কার নীতিমালা প্রণয়নে মন্ত্রণালয়ে বৈঠক সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভায় তথ্যমন্ত্রী ও অন্যরা

ঢাকা: ‘বাংলাদেশ টেলিভিশন পুরস্কার’ নীতিমালাকে জাতীয় পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভায় ‘বাংলাদেশ টেলিভিশন পুরস্কার নীতিমালা ২০১৮’ প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সভায় মন্ত্রী এ নীতিমালাকে জাতীয় পর্যায়ে বিবেচনার প্রস্তাব করলে সভায় উপস্থিত সবাই সম্মত হন।
 
প্রাথমিক এ সভার পর পর্যায়ক্রমে পরবর্তী সভাগুলোর মাধ্যমে নীতিমালার চূড়ান্ত খসড়া করা হবে বলে জানান মন্ত্রী।

 
 
তথ্যসচিব আবদুল মালেকের সঞ্চালনায় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও আতাউর রহমান, বিশিষ্ট সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, টেলিভিশন ব্যক্তিত্ব ম. হামিদ, বিশিষ্ট সংগীত শিল্পী রফিকুল আলম, বিশিষ্ট সংগীত পরিচালক শেখ সাদী খান, বিশিষ্ট সংগীত পরিচালক সুজেয় শ্যাম উপস্থিত ছিলেন।
 
চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কবি তারিক সুজাত, নৃত্যশিল্পী মিনু হক, ডিবিসি নিউজ টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, নাট্যশিল্পী তানভিন সুইটি, রোকেয়া প্রাচী ও তারিন জাহান সভায় অংশ নেন।  
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।