ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, ফেব্রুয়ারি ৬, ২০১৯
গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গাজীপুরের ইটভাটা/ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় তিনটি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছেন পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক আবদুস সালাম সরকারের উপস্থিতিতে বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।  

এসময় ওই তিন ইটভাটা মালিককে ৪০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইসলামপুর এলাকায় পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।  

এসময় মেসার্স ইদ্রিস ব্রিকস মেসার্স এ অ্যান্ড ব্রিকস ও মেসার্স আরিফ অ্যান্ড ব্রাদার্স ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ওই তিন ইটভাটায় ভেকু মেশিন দিয়ে ভাটার কাঁচা ইট, কিলন ও ইট তৈরির মোল্ডিং মেশিন ভেঙে ফেলা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয়।

সালাম সরকার জানান, পরিবেশ অধিদফতর ও গাজীপুর জেলা প্রশাসন যৌথভাবে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভেঙে দেওয়ার পাশাপাশি তিন ইটভাটার মালিককে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

তিনি আরো জানান, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত ইটভাটাগুলো দ্রুত অন্যত্র বিধিসম্মত স্থানে স্থানান্তরের জন্য ভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের পরিদর্শক আব্দুর রাজ্জাক, শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান ও পুলিশ প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৬, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ