ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে ৫০ কেজি চন্দন কাঠ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বেনাপোল সীমান্তে ৫০ কেজি চন্দন কাঠ জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব জব্দ করে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, বেনাপোল সীমান্ত পথে চোরাকারবারিরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়।

এসময় টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ৫০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।