ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

সন্তানদের লাইব্রেরিমুখী করার মানসিকতা গড়তে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, ফেব্রুয়ারি ৬, ২০১৯
সন্তানদের লাইব্রেরিমুখী করার মানসিকতা গড়তে হবে ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ছেলে-মেয়েদের লাইব্রেরিমুখী করার মানসিকতা গড়তে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

তিনি বলেছেন, সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়তে পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার সুযোগ করে দিতে হবে। তাদের লাইব্রেরিমুখী করতে অভিভারকদের বড় ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী জেলা শিক্ষা অফিসার এবিএম আজহারুল ইসলাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম নাসির উদ্দিন।

আলোচক ছিলেন ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরওয়ার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন।

আলোচনা শেষে বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ-নেত্রকোণা ইউনিট আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে দিবসটি উপলক্ষে ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’-এ স্লোগানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।