ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

গাজীপু‌রে কে‌মিক্যাল কারখানায় আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, ফেব্রুয়ারি ৬, ২০১৯
গাজীপু‌রে কে‌মিক্যাল কারখানায় আগুন

গাজীপুর: গাজীপুরের পূবাইল থানার মি‌রেরবাজার করমতলা এলাকায় এক‌টি কে‌মিক্যাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়া‌রি) সন্ধ্যা ৬টার দি‌কে কারখানায় আগু‌নের সূত্রপাত হয়। পরে খবর পে‌য়ে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের দু‌’টি ইউ‌নিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে।

টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের ওয়্যার হাউসের পরিদর্শক কবির হো‌সেন বাংলানিউজকে বলেন, মি‌রেরবাজার করমতলা এলাকায় এক‌টি কে‌মিক্যাল কারখানায় আগুন লা‌গে। প‌রে টঙ্গী ফায়ার সা‌র্ভি‌সের দু’‌টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা ক‌রে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নেন। ত‌বে আগুন পু‌রোপু‌রি নেভা‌নোর কাজ এখনও চল‌ছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি এখনও জানা যায়‌নি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৯
আরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।