ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, ফেব্রুয়ারি ২, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পানিতে ডুবে হুসাইন নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের নওদাআজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হুসাইন ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম আশা বাংলানিউজকে বলেন, বিকেলে বাড়ির পাশের এক গর্তের পানিতে পড়ে যায় হুসাইন। পরে তার পায়ের স্যান্ডেল গর্তের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা গর্তের পানি থেকে তাকে উদ্ধার করে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।