ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে মালয়েশিয়া’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, ফেব্রুয়ারি ২, ২০১৯
‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে মালয়েশিয়া’ বক্তব্য রাখছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিন্তী মো. তায়িব

কক্সবাজার: বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মাদাম নূর আশিকিন বিন্তী মো. তায়িব বলেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য মিয়ানমারে নিরাপদ পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রোহিঙ্গারা যাতে সে দেশে স্বেচ্ছায় এবং নিরাপদে ফিরে যেতে পারেন সে লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়া সরকার।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া জামতলী ১৫ নং ক্যাম্পে মার্সি মালয়েশিয়ার সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিল্ড হাসপাতাল উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।  

নূর আশিকি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বিশাল অংশকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে।

এবং বর্তমানে রোহিঙ্গাদের জীবনমানে অনেক উন্নতি ঘটেছে। ২০১৭ সালের ২৫ আগস্টের পর রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে তখন তাদের অবস্থা অনেক নাজুক ছিল। এখন এ অবস্থার উত্তরণ ঘটেছে।  

মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান হাইকমিশনার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,২০১৯
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।