ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

২৩ দিনেও সন্ধান মেলেনি এসএসসি পরীক্ষার্থীর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, ফেব্রুয়ারি ২, ২০১৯
২৩ দিনেও সন্ধান মেলেনি এসএসসি পরীক্ষার্থীর!

কুষ্টিয়া: শনিবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। তবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না কুষ্টিয়ার মিরপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী চুমকি খাতুন (১৯)। ২৩ দিন ধরে নিখোঁজ সে। তাকে খুঁজে না পেয়ে দিশেহারা পরিবারের লোকজন। 

চুমকি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের চায়ের দোকানদার বাক-প্রতিবন্ধী রাজু আহম্মেদের মেয়ে। সে এবার হাজরাহাটি যৌথ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

 

চুমকির মা মর্জিনা খাতুন বলেন, আমার মেয়ে চুমকি প্রতিদিনের মতো গত ০৮ জানুয়ারি কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করেও তাকে না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমার মেয়ের শনিবার এসএসসি পরীক্ষা। সে আজও ফিরে এলো না।  

এদিকে মেয়ের শোকে প্রায় পাগল হয়ে পড়েছে তার বাবা বাক-প্রতিবন্ধী রাজু আহম্মেদ।

চুমকির সহপাঠি শ্যামা খাতুন জানায়, আমার সঙ্গেই প্রতিদিন কোচিংএ এবং স্কুলে যেত। তবে সেদিন আমার পড়া না থাকায় আমি সঙ্গে ছিলাম না।  

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুল আলিম বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি। আশা করছি খুব শিগগিরই তার সন্ধান পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।