ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, ফেব্রুয়ারি ১, ২০১৯
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাবনা: পাবনার সাঁথিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসের হেলপার রফিক নিহত ও আরো ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের ছোন্দহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সকালে সাঁথিয়ার ছোন্দহ এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সরকার ট্রাভেলসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত ও ১৫ জন আহত হন। খবর পেয়ে বেড়া ও শাহজাদপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা হাতাহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়।

সাঁথিয়ার মাধপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আব্দুল খালেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।