ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে লোকালয় থেকে বন বিড়াল আটক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, ফেব্রুয়ারি ১, ২০১৯
সিলেটে লোকালয় থেকে বন বিড়াল আটক  ফাঁদ আটক বন বিড়ালটি। ছবি: বাংলানিউজ

সিলেট: খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বন বিড়ালকে ফাঁদ পেতে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেটের শাহী ঈদগাহ হাজারীবাগ দলদলি চা-বাগান থেকে বিড়ালটি আটক করা হয়।

স্থানীয়রা জানায়, বন বিড়ালটি চা-বাগান থেকে লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার লোকজন।

পরে দলদলি চা-বাগানের পাশের বাড়ি থেকে হাজারীবাগ এলাকার বাসিন্দা নিয়ামত আলী কৌশলে বন বিড়ালটিকে একটি খাঁচায় বন্দি করতে সক্ষম হন।

খবর পেয়ে বন বিভাগের কর্মীরা বিড়ালটি উদ্ধার করে টিলাগড় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে নিয়ে অবমুক্ত করেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খাবার সংকটের কারণে বন বিড়ালটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। পরে আতঙ্কিত লোকজন এটিকে না মেরে কৌশলে এটিকে খাঁচায় বন্দি করে। খবর পেয়ে বিড়ালটিকে উদ্ধার করে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।