ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, জানুয়ারি ৩১, ২০১৯
পার্বতীপুরে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে নিতাই চন্দ্র রায় (১১) নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের সিংগীমারী গৌড়পাড়া লক্ষণপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিতাই ওই গ্রামের তাপস চন্দ্র রায়ের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেসুর রহমান বাংলানিউজকে বলেন, সকালের দিকে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক্টর ওই স্কুলছাত্রের উপর দিয়ে চলে যায়। এতে ট্রাক্টরের চাকার নিজে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিতাই মারা যায়।

ট্রাক্টরটি পার্শ্ববর্তী এসএনবি বিক্স ইট ভাটার বলে স্থানীয়রা জানিয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।