ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জানুয়ারি ৩১, ২০১৯
ময়মনসিংহে প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার আলালপুরে প্রাইভেটকার উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হামিম মেম্বার (৬০), তার স্ত্রী সাহেরা বেগম (৫৫), তার ছেলে শাফিকুর ইসলাম (৪০)।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কান্তি সরকার।

তিনি জানান, গাইবান্ধা থেকে ওই পরিবার দম্পতি ওই সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলো চিকিৎসার জন্য। পথে ওই এলাকায় এলে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই দম্পতি ও তাদের ছেলে নিহত হয়। এ ঘটনায় তাদের আরও দুই ছেলে-মেয়ে ও প্রাইভেটকারচালক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।