ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোলে পাচারকারীসহ রোহিঙ্গা ৬ তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জানুয়ারি ৩০, ২০১৯
বেনাপোলে পাচারকারীসহ রোহিঙ্গা ৬ তরুণী আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে রোহিঙ্গা ছয় তরুণীকে আটক করেছে পুলিশ। এসময় এক পাচারকারীসহ ছয়টি ভুয়া পাসপোর্ট  জব্দ করা হয়েছে।

 

 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল সীমান্তে অবস্থিত সান সিটি নামে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন- আজিজ তাহারা (১৬), হাফিজা খাতুন (১৯),শরিফ (২০), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (২৮)।

আটক পাচারকারী মঞ্জুরর বাড়ি চাঁদপুর জেলায়। রোহিঙ্গা তরুণীদের সবার বাড়ি মিয়ানমারে।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারতে পাঠানোর উদ্দেশ্যে সীমান্তের একটি আবাসিক হোটেলে বেশ কিছু রোহিঙ্গা নারীকে জড়ো করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেল থেকে রোহিঙ্গা ছয় তরুণী ও একজন পাচারকারীকে আটক করে। এসময় আরও এক পাচারকারী পালিয়ে যায়।

বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) লতিফ বুধবার (৩০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ