ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

পুলিশ পদক পাচ্ছেন জাফর ইকবালকে রক্ষাকারী সেই কনস্টেবল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, জানুয়ারি ৩০, ২০১৯
পুলিশ পদক পাচ্ছেন জাফর ইকবালকে রক্ষাকারী সেই কনস্টেবল সেই পুলিশ কনস্টেবল ইব্রাহিম ইসলাম সুভন, ছবি: বাংলানিউজ

সিলেট: শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালকে রক্ষা করতে গিয়ে জীবন বাজি রাখা সেই পুলিশ কনস্টেবল ইব্রাহিম ইসলাম সুভন এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন। অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে, আসছে ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে এই পদক গ্রহণ করবেন ইব্রাহিম।
 
এছাড়া সিলেট বিভাগের চার জেলায় পুলিশে কর্মরতদের মধ্যে বিপিএম সেবা পুরস্কারের জন্য যাদের নাম ঘোষণা হয়েছে, তারা হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল, উপ সহকারী পরিদর্শক (এএসআই) বিকাশ চন্দ্র দে, কনস্টেবল ইব্রাহিম ইসলাম সুভন, র‍্যাব-৯ এর সদ্য সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ।

পিপিএম সেবার জন্য প্রস্তাবিত নামের মধ্যে আছেন- সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মৌলভীবাজারের পুলিশ সুপার শাহাদাত হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (অপরাধ শাখা) দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার,  সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান, হবিগঞ্জের ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) জিয়াউর রহমান।

এদিকে, ২০১৮ সালের ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে হামলার শিকার হন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ফয়জুর হাসান নামে এক বহিরাগত সন্ত্রাসী তার ওপর ওপর ছুরি দিয়ে হামলা চালান। তখন কনস্টেবল ইব্রাহিম ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে প্রাণে বেঁচে যান জাফর ইকবাল। তাছাড়া ওই হামলার ঘটনায় ইব্রাহিমও আহত হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।