ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

দৌলতপুরে ট্রাক চাপায় ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৫, জানুয়ারি ৩০, ২০১৯
দৌলতপুরে ট্রাক চাপায় ২ ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারের সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় মৃত মশিউর রহমান মনার ছেলে মুস্তাকিম (২২) ও মিরপুর উপজেলার বাড়াদি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাজিদ (২৩)।

তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভেড়ামারা থেকে আল্লারদর্গাগামী দুই যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় বালিভর্তি ড্রাম ট্রাককে অতিক্রম করতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।  

এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।