ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

স্বেচ্ছায় ভূমিদাতাদের সম্মানিত করবে সিসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জানুয়ারি ২৯, ২০১৯
স্বেচ্ছায় ভূমিদাতাদের সম্মানিত করবে সিসিক সংস্কারের কাজ পরিদর্শনকালে মেয়র আরিফ। ছবি: বাংলানিউজ

সিলেট: সড়ক প্রশস্থকরণে স্বেচ্ছায় ভূমিদাতাদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে তিনি জনস্বার্থে ভূমি দাতাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিশেষ করে সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবার তাদের পৈত্তিক সম্পত্তির কিছু অংশ জনস্বার্থে রাস্তার জন্য ছেড়ে দেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেলে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাফিজ কমপ্লেক্সের সামনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

পরে মেয়র নগরের হাফিজ কমপ্লেক্স থেকে সুবহানীঘাট পর্যন্ত সড়কের উভয় পাশের ব্যবসায়ী ও ভূমির মালিকদের পাঁচ ফুট করে জমি ছেড়ে দিতে অনুরোধ করেন।
  
এর আগে নগরের হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়। পরে মেয়র নগরের শিবগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া সংস্কারের কাজ পরিদর্শন করেন।
 
এ সময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেবসহ সিসিকের অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বড় ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেন তিনি। ছেড়ে দেওয়া জমির মূল্য প্রায় কোটি টাকা হবে এবং তাদের এ মহতী উদ্যোগ নগরবাসীর জন্য অনুকরণীয় মনে করেন মেয়র আরিফ।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ