ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

গরু চুরির মামলায় ২ দিনের রিমান্ডে ৩ জন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, জানুয়ারি ২৯, ২০১৯
গরু চুরির মামলায় ২ দিনের রিমান্ডে ৩ জন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় গরু চুরির মামলায় তিনজনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ পাঁচদিনের রিমান্ড চাইলে বিচারক সুভ্রত মল্লিক দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত সোমবার (২১ জানুয়ারি) উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে গরু চুরির অপরাধে সন্দেহভাজন হিসেবে রমেন চন্দ্র হাওলাদার, বাদল ও সাদ্দামকে আটক করে পাথরঘাটা থানা পুলিশ।

আটকের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, অধিকতর তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।