ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

হঠাৎ আবহাওয়া পরিবর্তনে কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, জানুয়ারি ২৮, ২০১৯
হঠাৎ আবহাওয়া পরিবর্তনে কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়

পঞ্চগড়: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়েছে। উত্তরের হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় কাঁপছে এ জেলার মানুষ। দেখে মনে হয়, শীতের পুনঃ আগমনের আভাস। সকালের দিকে ঘন কুয়াশা, সেইসঙ্গে শিরশির বাতাসে ছেয়ে যায় পুরো জেলা।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল থেকে সূর্যের মুখ দেখা না গেলেও বেলা সাড়ে ১১টার পর দেখা মিলে সূর্যের। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

আব্দুর রউফ নামে এক সাংবাদিক বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন কুয়াশা ও শীত কম থাকলেও সোমবার সকাল থেকে কুয়াশা ও ঠান্ডার পরিমাণ বেশি দেখা গেছে। মনে হচ্ছে এ পঞ্চগড় জেলায় যেন আবার শীত ফিরে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ায় ঠান্ডার পরিমাণ বৃদ্ধি পেলে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়।  

তবে গত বছর এই দিনে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল বলেও জানান আবহাওয়া অফিসের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।