ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫১, জানুয়ারি ২৭, ২০১৯
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাক প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হৃদয় (২২) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

রোববার (২৭ জানুয়ারি) সকালে প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।  

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়ার ওই বাকপ্রতিবন্ধী নারী শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে তার এক ভাইয়ের বাড়ি থেকে অন্য ভাইয়ের বাড়ি যাওয়ার সময় একই এলাকার হৃদয় নামে এক যুবক জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পরিত্যক্ত বাড়ির পাশে দিয়ে হৃদয় দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এ সময় ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়িতে দিয়ে আসা হয়েছে। বাক প্রতিবন্ধী ওই নারী ইশারা-ইঙ্গিতে তার ভাইয়ের স্ত্রীকে পুরো বিষয়টি বুঝিয়ে বলেন। বিকেলে প্রতিবন্ধী নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে হৃদয়কে আটক করে। এ সময় ক্ষুব্ধরা হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রতিবন্ধী ওই নারীর ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।  

এ মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান এসআই হাফিজুর।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।