ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৩, জানুয়ারি ২৭, ২০১৯
ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিনাই মুন্সী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শিবচরের সাহেবেরহাট মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিনাই মুন্সী উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমলাপুর গ্রামের বাসিন্দা।

 

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়ন থেকে ড্রেজারের কাজ করে বিপ্লব নামে একজনের সাথে মোটরসাইকেলের পিছনে বসে কিনাই মুন্সী তার বাড়িতে ফিরছিলেন।

মুন্সি বাড়ির সামনে পৌঁছালে পিছনে থাকা একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে কিনাই মুন্সী মোটরসাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই কিনাই মুন্সী নামে একজনের মৃত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।