ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, জানুয়ারি ১৭, ২০১৯
মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন চতুর্থ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজের গতি আরও বাড়াতে এবং সৃজনশীলতার বিকাশে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেবেন তিনি। 

জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন।

বিগত সরকারগুলোর মতোই প্রধানমন্ত্রী এবারও দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কাজে গতি আনতে মন্ত্রণালয়গুলো পরিদর্শন করছেন। বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে এবং সমাধান করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করবেন এবং দিক নির্দেশনা দেবেন।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমইউএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।