ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

দেলুদয়ারে টেঁটাযুদ্ধে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জানুয়ারি ১৬, ২০১৯
দেলুদয়ারে টেঁটাযুদ্ধে নিহত ১ টেঁটাবিদ্ধ এক ব্যক্তি

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি এলাকায় চার ভাই ও তাদের পরিবারের লোকজনের মধ্যে টেঁটাযুদ্ধে বাদল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো চার জন।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদল সানবাড়ি এলাকার মইনা মিয়ার ছেলে।

আহতরা হচ্ছেন- উপজেলার তেরিয়া গোনা গ্রামের সুরুজ আলী, মনির, শহিদুল ও দেলদুয়ার সদর উপজেলার নজরুল।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, সম্প্রতি জমিতে সেচ দেওয়া শ্যালো মেশিন নিয়ে তারা মিয়া ও আনু মিয়া নামে দুই ভাইয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে বুধবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে হঠাৎ তাদের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অপর দুই ভাইও এর মধ্যে জড়িয়ে পড়েন। পরে চার ভাই ও তাদের পরিবারের লোকজন টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়েন। এতে টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাদল মিয়া নামে এক ভাই মারা যান। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ