ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিজয়নগরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, জানুয়ারি ১৫, ২০১৯
বিজয়নগরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৫ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ চারজন। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন।

 

নিহতরা হলেন-ঢাকার দক্ষিণ খিলগাঁওয়ের বাসিন্দা হাসানুজ্জামান (৩২), একই এলাকার পরশ কান্তি (৩৩), অপু আহমেদ (২৫), তার স্ত্রী ঝুমুর (২০) ও রিজন সালেহীন (৩০)।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে কাছে হওয়ায় আহতদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা ঢাকার একটি বেসরকারি কোম্পানির কর্মী। তারা সবাই মাইক্রোবাসে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।