ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

গভীর রাতে সিলেটে মৃদু ভূ-কম্পন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৭, জানুয়ারি ১৫, ২০১৯
গভীর রাতে সিলেটে মৃদু ভূ-কম্পন

সিলেট: গভীর রাতে সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

সিলেট আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বাংলানিউজকে বলেন, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটের স্টেশনেই ভূমিকম্প হওয়ার বিষয়টি দেখাচ্ছে।  

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, দেশের ১০টি স্টেশনের মধ্যে শুধু সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ২ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের উত্তরে ভারতের অভ্যন্তরে। যা শুধু সিলেট অঞ্চলের লোকজন টের পেয়েছেন। দেশের ১০টি স্টেশনের অন্য কোথাও ভূমিকম্পের তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।