ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, নভেম্বর ২২, ২০১৮
কুমিল্লায় দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ মাতৃছায়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা ও মানসম্মত সেবা না দেওয়ায় অভিযোগে কুমিল্লা নগরের দু’টি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠান দু’টি হলো- কুমিল্লার টমছমব্রিজ ও কোটবাড়ি সড়কে অবস্থিত ইনসাফ স্পেশালাইজড হসপিটাল ও মাতৃছায়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দু’টির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কুমিল্লা জেলা সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন ডা. মুজিব রাহমানের নেতৃত্বে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন টিম এ অভিযান পরিচালনা করে।

সিভিল সার্জন ডা. মুজিব রহমান বাংলানিউজকে জানান, লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে ইনসাফ স্পেশালাইজড হসপিটাল ও মানসম্মত সেবা না দেওয়ায় অভিযোগে মাতৃছায়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।