ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, নভেম্বর ২০, ২০১৮
বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র জব্দ বেনাপোল সীমান্তে আগ্নেয়াস্ত্র জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (২০ নভেম্বর) ভোর ৫টায় বেনাপোল সীমান্তের নামাজ গ্রাম থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা বেনাপোল সীমান্তের নামাজ গ্রামে অভিযান চালায়।

এসময় দুর্বৃত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন  জব্দ করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ২০ নভেম্বর, ২০১৮
এজেডইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।