ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

নির্বাচনে ‘সম্প্রীতি’ রক্ষার প্রত্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৯, নভেম্বর ১৩, ২০১৮
নির্বাচনে ‘সম্প্রীতি’ রক্ষার প্রত্যয় সম্প্রীতি সমাবেশ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাহি সাম্যের গান এ স্লোগানকে সামনে রেখে সোমবার (১২ নভেম্বর) বিকেল মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে বড় মসজিদের সামনে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক অভিনেতা পিযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে আমরা কতগুলো আশঙ্কা করছি, যে সম্প্রীতি বিনষ্টকারীরা, সাম্প্রদায়িক শক্তিরা বিগত দিনের নির্বাচনে যেমন করেছে, এ নির্বাচনেও তেমন পেছন থেকে ছোবল মারতে পারে।

তাই আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে একত্র হই।

ভাষা সৈনিক আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র  এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহান, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আকুঞ্জি, কবি ও সংগঠক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কলামিস্ট প্রশান্ত কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সহ-সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্না, রাজশাহী জেলা মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়। সমাবেশে ইসলাম, খ্রিস্ট্রান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।