ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লা জেলাজুড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, নভেম্বর ৯, ২০১৮
কুমিল্লা জেলাজুড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ আটক ৬৩ প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নাশকতার আশঙ্কার অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় জেলা পুলিশ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া নেতার্মীদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন-দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা জামায়াত নেতা জহিরুল ইসলাম ও ফখরুল ইসলাম।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আজিমুল আহসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শান্তি-শৃঙ্খলা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিপথগামীদের গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।