ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

পেট্রোবাংলা-বিএসটিআই-নিপোর্টে নতুন প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, নভেম্বর ৯, ২০১৮
পেট্রোবাংলা-বিএসটিআই-নিপোর্টে নতুন প্রধান

ঢাকা: সরকারের তিনটি গুরুত্বপূর্ণ দফতরের নতুন তিন শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা), বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিউটের (বিএসটিআই) এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) প্রধান কর্মকর্তা নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিনকে পেট্রোবাংলার চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুয়াজ্জেম হোসোইনকে বিএসটিআই মহাপরিচালক এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাকে নিপোর্টের মহাপরিচালক করা হয়েছে।


 
এছাড়াও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) সৈয়দ আব্দুল মমিনকে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার নিয়োগ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮ 
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।