ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

কুড়িগ্রামে ‘আল্লাহর দলে’র আমিরসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৭, নভেম্বর ৫, ২০১৮
কুড়িগ্রামে ‘আল্লাহর দলে’র আমিরসহ আটক ৪ আটক চারজন। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র কুড়িগ্রাম জেলা আমিরসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থে‌কে বেশ কিছু লিফলেট জব্দ করা হয়।

রোববার (০৪ ন‌ভেম্বর) মাঝরাতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকার পলাশবাড়ীর নইমুল হকের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।  

আটকরা হলেন- কুড়িগ্রাম জেলা আমির গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার রুহুল আমিনের ছেলে বিপুল (২৮), রংপুর দর্শনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে শাকিল (২১), কুড়িগ্রাম পলাশবাড়ী এলাকার নূরুল হকের ছেলে সুমন (২৩) ও নইমুল হকের ছেলে আতাউর রহমান (২৮)।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজার রহমান বাংলা‌নিউজ‌কে জানান, ত্রিমোহনীর পলাশবাড়ী এলাকার নইমুলের বাড়িতে লিফলেট বিতরণের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০  ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ