ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

শ্বশুরের কুলখানির বাজার করতে গিয়ে জামাই নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০০, নভেম্বর ২, ২০১৮
শ্বশুরের কুলখানির বাজার করতে গিয়ে জামাই নিহত

যশোর: যশোরের নওয়াপাড়ায় শ্বশুরের কুলখানির বাজার করে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত হয়েছেন শফিয়ার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি। এ দুর্ঘটনায় ভ্যান চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় শিল্পনগরী নওয়াপাড়ার ভাঙ্গাগেটে এ দুর্ঘটনা ঘটে। শফিয়ার মোল্লার  বাড়ি উপজেলার দেয়াপাড়ায়।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, সাতদিন আগে শফিয়ারের শ্বশুরের মৃত্যু হয়। এরপর তার কুলখানির জন্য বাজার করে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় ভাঙ্গাগেটে পৌঁছালে সমির পরিবহনের একটি বেপরোয়া বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শফিয়ারের মৃত্যু হয়। এছাড়া ভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
ইউজি/এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।