ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ছাত্রলীগের সহায়তায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, অক্টোবর ৮, ২০১৮
ছাত্রলীগের সহায়তায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নেত্রকোনা: কলেজপড়ুয়া মাদকাসক্ত ছেলেকে ছাত্রলীগ নেতাদের সহযোগিতায় পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা।

রোববার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকার বাসিন্দা ওই শিক্ষার্থীকে তার মা ও ছাত্রলীগ নেতারা মডেল থানায় সোপর্দ করেন।

থানা সূত্রে জানা যায়, মাদকাসক্ত সেই কলেজপড়ুয়া নেশার টাকার জন্য তার মায়ের সঙ্গে প্রতিদিনের মতো রোববারও অসদাচরণ করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।

 

উপায়ন্তর না দেখে মা তার প্রতিবেশী জেলা ছাত্রলীগ নেতাদের কাছে ছুটে গিয়ে আশ্রয় নেন এবং তাদের কাছে পরিস্থিতি তুলে ধরেন। পরবর্তীতে মায়ের পরামর্শ নিয়ে ছাত্রলীগ নেতারা ছেলেকে ধরে থানায় নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মা বাংলানিউজকে জানান, তার ছেলে নেত্রকোনা সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন ধরনের মাদকসেবনে আসক্ত হয়ে পড়েছে তিনি।

তিনি বলেন, মাদকের টাকা না পেলে ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। নিজের শরীরে নিজে আঘাত করে। রোববারও সে নিজেই নিজের মাথা ফাটিয়েছে দেয়াল ঠুকে! এছাড়া মাদকসেবনের টাকার জন্য অতীতে একাধিকবার আত্মহননের চেষ্টা করে।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল হক ফকির ও উপ-সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান সিফাত বাংলানিউজকে জানান, মায়ের অভিযোগ পেয়ে মাদকাসক্তের বাসায় গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।  

নেশাগ্রস্ত ছেলেকে জেলা যুবলীগের সদস্য দেওয়ান বাঁধনের সহযোগিতায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মাদকাসক্তকে ঘুমের ইনজেকশন দেওয়ার পরও ঘুমায়নি সে। কোনোভাবে তাকে শান্ত করতে না পেরে পুলিশ হেফাজতে দেওয়া হয়।  

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে জানান, মাদকাসক্ত কলেজ শিক্ষার্থীকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮ 
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।