ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে পুলিশি অভিযানে আটক ৬৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, অক্টোবর ৮, ২০১৮
মানিকগঞ্জে পুলিশি অভিযানে আটক ৬৯

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন এলাকা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন এবং ১৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

রোববার (৭ অক্টোবর) সকালে থেকে সোমবার (৮ অক্টোবর) সকাল ৬টা পযর্ন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বাংলানিউজকে জানান চলমান মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মোট নয়টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৪৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এএসপি হামিদুর।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
কেএসএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।