ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১০, অক্টোবর ৮, ২০১৮
শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ জসীম উদ্দিন নামের এক যাত্রীকে  আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।  

রোববার (৭ অক্টোবর) বিকেলে বিমানবন্দরের ডোমেস্টিক আগমনী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

শুল্ক গোয়েন্দা বিভাগ বলছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসা ভিকিউ-৯১২ নামের ফ্লাইট থেকে জসীমকে আটক করা হয়।

 গোপন সংবাদের ভিত্তিতে ডোমেস্টিক আগমনী এলাকায় বিশেষ নজরদারী রাখা হচ্ছিল।  

তবে আটকের পর ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করেন জসীম। পরবর্তীতে তার দেহ তল্লাশী করা হয়। এতে ৬০টি ছোট প্যাকেটে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাতাশ লাখ টাকা।  

এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।