ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৫, অক্টোবর ৮, ২০১৮
ভৈরবে ৫০ কেজি গাঁজাসহ দম্পতি আটক গাঁজাসহ আটক দস্পতি। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এসময় আরো একজন পালিয়ে যায়।

রোববার (০৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভৈরব বাজার নৌ-ঘাট থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন-ভৈরব উপজেলার কালিপুর (উত্তরপাড়া) এলাকার আব্দুল মন্নাফ মিয়ার ছেলে আকবর আলী (৪২) ও তার স্ত্রী রুবিনা বেগম (৩৫)।

 

রাতে র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার নৌ-ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। অভিযান টের পেয়ে উপজেলার কালিপুর (উত্তরপাড়া) এলাকার জালাল মিয়ার ছেলে জামাল মিয়া (৪১) পালিয়ে যান।  
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।