ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

জাতীয়

তুরাগে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, অক্টোবর ৬, ২০১৮
তুরাগে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২০

ঢাকা (সাভার): সাভারে তুরাগ নদীতে যাত্রী পারাপারের সময় বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি  ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারের অন্তত ২০ যাত্রী নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে সাভারের রুস্তমপুর এলাকার তুরাগ নদীতে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিস ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পার হচ্ছিল। এসময় অসাবধানতাবশত বালু বোঝাই বাল্কহেড ওই ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এসময় ১০ থেকে ১৫ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি।  

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ট্রলার ডুবির খবর পেয়ে আমরা লাইটিং ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। এছাড়া টঙ্গী থেকে তিন সদস্যের একটি ডুবুরি দলও ঘটনাস্থলে এসেছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর নিখোঁজদের সঠিক সংখ্যা বলা যাবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।