ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় গঞ্জেরাজ পরিবহনের মালিক-চালকের জামিন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৭, সেপ্টেম্বর ১২, ২০১৮
কুষ্টিয়ায় গঞ্জেরাজ পরিবহনের মালিক-চালকের জামিন বাতিল

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফার মৃত্যুর ঘটনায় ঘাতক বাস গঞ্জেরাজ পরিবহনের মালিক ও চালকের জামিন বাতিল করেছেন আদালত। সেইসঙ্গে হত্যা মামলার ধারা যুক্ত করার আদেশ দেন আদালত। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে কুষ্টিয়ার জ্যেষ্ঠ বিচারক হাকিম এমএম মোর্শেদ এ আদেশ দেন।  

কুষ্টিয়া আদালতের পিপি অনুপ কুমার নন্দী বাংলানিউজকে জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ এ মামলায় হত্যার ধারা যুক্ত করতে এবং একদিন আগে দেওয়া দুইজনের জামিন বাতিলের আবেদন করেন আদালতে।

মঙ্গলবার বিকেলে শুনানি শেষে আদালত এ মামলায় হত্যার ধারা ৩০২ যুক্ত এবং বাসচালক ও মালিকের জামিন বাতিলের আদেশ দেন।  

আসামিরা হলেন- ফরিপুর সদর উপজেলার বাসিন্দা বাস চালক মহিদ মিয়া ওরফে খোকন, চালকের সহকারী ইউনুস মাস্টার ও বাস মালিক জয়নাল আবেদীন।

গত রোববার ফরিদপুর থেকে জয়নাল আবেদীনকে আটক করে র‌্যাব। সোমবার জয়নাল আবেদীনকে আদালতে হাজির করা হয়। একই সময় বাসের চালক মহিদ মিয়া ওরফে খোকন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।